¡Sorpréndeme!

‘বিনামূল্যে পানির ধারণা ভেঙে দিয়েছে এডিবি বিশ্বব্যাংক’ || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

রাজধানীর জুরাইনে জন্ম রিফাতের। প্রায় ২০ বছর আগে ছোটবেলায় তিনি ওয়াসার ট্যাব থেকেই পানি খেতে পারতেন। এখন ওয়াসার পানির এতই বাজে অবস্থা যে, প্রায়ই সকালে কালো পানির জন্য গোসল করতে পারেন না তিনি।

রিফাত বলেন, ‘ওয়াসার পানিতে ময়লা থাকায় আমরা মসজিদ ও ডিপ টিউবওয়েল থেকে পানি এনে খেতাম। কিন্তু এখন পানি আনার মতো কেউ না থাকায় গত এক বছর যাবত আমরা ওয়াসার দূষিত পানি ফুটিয়ে খাই। আমার মায়ের কিডনির সমস্যা দেখা দিয়েছে, চিকিৎসা করাচ্ছি। আজ-কালের মধ্যে আমার বাবাকেও কিডনির ডাক্তার দেখাতে হবে।’

বিস্তারিত পড়ুন - https://www.jagonews24.com/national/news/498626